কি ভেবে আজ আমার পথে দিকবাহারি সুপ্ততারা
আমার প্রিয় মেঘবালিকা,মনে প্রশ্ন জাগে
কি মনে আজ আমার পাশে ছায়ার মত
কৃষ্ণচূড়া অবাক করা ভালোবাসার অনুভবে।
নীল শাড়িতে বড্ড মানায় তোমার হাসি
আলতা পায়ে হাটবে যখন মেঠোপথে,
তোমার চুলের সু-ঘ্রানে মুগ্ধ হবো আমি
ধানের শীশের কলরবে মুক্ত মনে।
খোলা চুলে তোমার মাঝে খুঁজে পায়
আমার স্বপ্ন সারথি রক্তজবার শতরূপা,
রাঙা ঠোটে ভেসে ওঠে আল্ত মনের মধু মায়া
হাজার বছর চেয়ে থাকা আমার মনে।
কিশের মায়ার এত কথা তোমার সাথে
জানতে বড় ইচ্ছে লাগে আমার মনে
তেপান্তরের মাঠ পেরিয়ে কাছে আসা
সৃষ্টি মাঝে মেঘের মায়া তুচ্ছ করে।
তোমার কাছে একটু জীদ করে মন চায়
হয়তো আবার একটু খানি রাগের হাসি
হঠাত করেই দেখার আসায় তোমার মুখে।
গধুলি বিকালে তুমি কৃষ্ণচূড়া তলে এসো
আনার হাতে হাত রেখে দীর্ঘ শ্বাসে চেয়ে থেকো
কাজল চোখে আমার দিকে,
বুঝে নিবো মনের কথা তোমার থেকে
নতুন করে নতুন ভোরে হয়তো আবার থেমে যাবে
তোমার আমার কাছে আসার গল্প গুলো।