যার জন্য আমি স্বপ্ন দেখি
তুমিই হলে সেই রাজকন্যা
যার হাসির মাঝে আমি পাগল হয়েছি
তুমিই হলে সেই প্রিয়তমা
যার চোখের পাপড়ি আমাই ডাকে
তুমিই হলে সেই প্রভাতফেরি
যার আসার অপেক্ষায় ছিলো ভোরের আলো
তুমিই হলে সেই শিশির ফোটা
যার কালো কেস দেখে থমকে গেছে মেঘ
তুমিই হলে সেই বৃষ্টি ফোটা
যার পায়েল দেখে লাগতো ভালো ঘাসের
তুমিই হলে সেই শ্যামা মেয়ে
যার জন্য শালিখ পাখির কলরব
তুমিই হলে সেই স-প্রিতি
যার জন্য কোকিল গেয়ে যেতো গান
তুমিই হলে সেই বসন্ত  বিকাল
যার জন্য কাজ ফেলে ভাবতো বসে সপ্তনীল
তুমিই হলে সেই সপ্তনীলের শতরূপা।