পুকুর পাড়ে দাঁড়িয়ে আমি ভাবতে থাকি
তোমার সাথে দিন কাটানো কথা গুলো,
শাপলা আর পদ্ম রাজি চেয়ে আছে আজো
দেখার আশায়, কাজল মাখা তোমার চোখের আলো।
মুখ লুকিয়ে চাঁদের  দিকে চেওনা
জছনা আলোই মিশে আছে তোমার ছোয়া
খোদার কাছে বলছি দেখো তোমার কথা
ভালোবাসায় বেধেছিলে আমায় তুমি।
আধার মাঝে আমায় তুমি তুচ্ছ করে
একা ফেলে চলে গেছো রবের কাছে,
আমিও ঠিক তোমার মতো মুখ লুকিয়ে
জীবন মাঝে বন্দী সাজে আধার মাঝে।
যগৎ মাঝে কোথাও খুঁজে, আমায় তুমি পাবেনা
রবের কাছে যাওয়ার আগে,
তোমার কাছে বলেছিলাম
যেও নাকো আমায় ফেলে, হাজার বাধা এলে পরে।
জল্পনা কল্পনা শেষ হয়েছে তোমার যাওয়ার পরে
সময় গুলো কাটে এখন কষ্ট বুকে নিয়ে
তোমায় ছাড়া সময় গুলো আজব লাগে
ভালোবাসার প্রমান দিবো তোমায় কাছে পেয়ে।