বিভক্তির মানচিত্র
------------------------------#বাসব রায়


এখন তুমি বহুধা বিভক্ত
অথচ আমরা জানি একমেবাদ্বিতীয়ম- !
অখণ্ড হয়নি কোনকিছুই
দ্বিধাগ্রস্ত আমরা শাখাপ্রশাখায় ভাগ হয়েছি
তুমি ইহকাল পরকাল সবকালেই নির্লিপ্ত ৷


তোমাকে পাষাণরূপেই মানায় বেশ
দিশেহারা সময়ে নির্বোধ বিশ্বাসী আমরা তোমার পদতলে নিরাপত্তা খুঁজি -


গলদটা কোথায় ---!
আমাদের প্রার্থনা তো তোমারই শিখিয়ে দেয়া
নিরলস তোমাকে প্রাপ্তির প্রচেষ্টা আমাদের
তুমি অদৃশ্য বলে কিছুটা চাতুরী আমাদের আছে , যদিও সেটা যৎসামান্য -
তুমি সিরিয়াসলি নিয়ে নাও কখনও , আর বিপর্যয় এনে দাও নির্দ্বিধায় ৷


আমাদের ইচ্ছাকৃত বাটপাড়িকে ধরে ফেলো যেভাবেই হোক
আমরা ভাবি অতোটা নজর নেই তোমার
তোমারও তো বয়েস হয়েছে - তাই না !


শান্তি বর্ষণের স্রষ্টা যদি তুমিই হও তাহলে
অশান্তির দায় আমাদের ওপর চাপাও কেনো-!
আমাদেরও অনেক জিজ্ঞাসা আছে তোমার কাছে
জবাব দিতে হিমশিম খাবে তুমিও -
সবটাই অতো সহজ ভেবো না - ৷


আমরা আমাদের নিজেদেরই এখনও বিশ্বাস করতে পারিনি আর তুমি ভাবছো তোমাকে নিয়েই পড়ে থাকব ---- অতোটা বোকা ভাবিও না কিন্তু !
বিভক্তির মানচিত্র থেকে সরে দাঁড়াও
ভক্তি যাকিছু সব তোমারই জন্যে - ৷