লোডশেডিং।
এখন তেমন একটা না হলেও,
সেদিন হয়েছিল।
মোমবাতিটি।
হাওয়ার আলতো শীতল ছোঁয়ায়,
ক্লান্ত উষ্ণ শরীরটাকে দিয়েছিল এলিয়ে।
ঘরটা।
ভরে উঠেছিল তমশাঘন নৈরাশ্যের ছায়ায়।
শিখাটি।
আবার বিশ্রাম ভুলে,
লেগে পড়েছিল আমৃত্যু জীবনসংগ্রামে।
আশায় বুক বেঁধে।
03/10/2019