ব্যস্ত জীবন।
তবুও কাটে না সময়।

শূন্য মুহূর্তের বোঝা কাঁধে নিয়ে
নেমেছি ব্যস্ত রাস্তায়।

সঙ্গী কেউ নেই,
তাই -
একাকিনী নিঃসঙ্গতার হাত জাপটে ধরেছি।

ওগো, এ হাত তুমি ছেড়ে দিও না -
তোমাতেই আমি নিজেকে খুঁজেছি,
           বিভোর হয়েছি, হারিয়ে গেছি।




                                                 21.08.2018