ভয় করে।
এক ছায়ামূর্তি ধাওয়া করে
অবিরাম।
খরগোশের খোলশে আড়াল করার ব্যর্থ প্রয়াস।
তবুও পারি না।
ভয় করে।


             মনে ভাবি,
             ঐ রক্তমাখা চোখে চোখ রেখে একবার তাকায়
             পারি না।
             ভয় করে।


কখনও বা ভাবি,
দুরন্ত গতিতে ছুটে যায় মরুবালি পেরিয়ে
ঐ দূর হতে আরও দূরে।
পারি না।
যদি পথ ভুলে যায়।
স্রোতের বুক চিরে ধেয়ে যায় এক লহমায়।
কিন্তু ভয় করে,
যদি ভেসে যাই স্রোতের টানে।


                তবুও সাহসের মুখোশ টেনে,
                তাকিয়েছি ঐ মূর্তি পানে।
                একি-!
                এতো আমার-ই প্রতিমূর্তি।
                আমার ভয়ার্ত মুখপানে চেয়ে আছে
                ভয় ভয় চোখে।


                                              10.04.2018