তোমাকে নিয়ে মেঘবালিকা
তোমার জন্য মেঘদূত
তোমায় ভেবে কবির গান
তোমার কথায় ভরা ফেসবুক,
তোমার জন্য মেয়র ছোটে
“ভেনিস”  বলে ভুল হলে,
আদুল গায়ে গ্রামের ছেলে
সাঁতার কাটে জল পেলে,
তুমি মানেই তেলে ভাজা
খিচুরী আর পাঁপড় ভাজা,
তোমার স্পর্শে জন্মে তারা
সদ্য ফোটা আমের চারা,
ব্যাঙগুলো সব আওয়াজ করে
মিলবে তারা পুকুর পারে,
এলিয়ে চুল দুপুরবেলা
মেঘকাটা রোদ করছে খেলা,
দূরে কোথাও ময়ূর ডাকে
আকাশ ভরে কালো মেঘে,
স্বপ্ন দেখে গ্রামের চাষা
চলবে লাঙল ভরবে গোলা,
কোথাও বা তা উল্টে গেল
নদীগুলো সব সাগর হলো,
তবুও তোমায় আসতে হবে
বার্তা নিতে রামগিরি
পেরোতে হবে বহু যোজন
মিলবে তবে অলোকাপুরী॥