আমি যবে স্বাধীন হবো
নিজের শর্ত নিজেই দেবো,
বসবো উঠে রেলগাড়ীতে
জানবো না তা কোথায় যাবে।
সাজিয়ে জীবন ঐ গাড়ীতে
দেখব তাকে নতুন ভাবে,
মনের সুখে দেখব নদী
দেখব পাহাড় টাকে,
নাম না জানা গাছ গুলো সব
সাজবে নতুন সাজে
শৈশবের সেই নীল আকাশ  
আজও নীল আছে ?
থামবো কোথাও ক্ষণিক  তরে
কোথাও  বা তা  দীর্ঘ হবে
উঠবে কত বন্ধু-স্বজন ,
মিলবে দেখা প্রাণের সে জন,
চলার পথে আসবে চড়াই
নামবে আপনজন -- সেই সময়েই
খসবে মুখোশ চিনবে মানুষজন।
সময় যত দীর্ঘ হবে
ক্লান্ত হবে মন,
ঘিরবে আকাশ কালো মেঘে
বজ্যানলের আলোয় দেখে
চলতে হবে পথ।
যাত্রাপথের আঁকে বাঁকে
পাহাড় যখন বাঁধা হবে
পেরোতে হবে পাহাড় ফুরে,
ঢাকবে আধার ক্ষনিক তরে
জয় করে ভয় চলতে হবে,
নামতে হবে একলা তবে
কেউ রবে না শেষ স্টেশানে ;
খুজলে পাবে মনের মাঝে
যার আঙ্গুলে ভূবন নাচে,
তাকে নিয়েই পেরোতে হবে
আনন্দলোকের পথ॥