কাল রাতে সময় এসেছিল আমার কাছে
শুধালে আমায়, পেয়েছ যা চেয়েছিলে আমার কাছে?
আমি বললাম, কোথায় পেলাম?
আজও  যে আছি, তোমার প্রতীক্ষায়
সে বললে সে কি!
তুমি যখন ছোট ছিলে,  যেতে তোমার স্কুলে
শেষ হলে পড়া দৌড় দিতে  মাঠে
ঘরে ফিরে পড়তে আপন মনে
মা ডাকতো রাত্রি দশটা হলে
"বাবা খেতে আয়" অমনি দৌড়ে যেতে খেতে
কোন চিন্তা ছিল না মাথায়
তখন তুমি বললে আমায়,  আমি দাদার মতো হব
তাইতো তোমায় করেছিলাম দাদার মতো বড় l
সারাদিন সাইকেল চড়ে ঘুরতে দাদার মতো,
কত বন্ধু ছিল তোমার l
তোমাকে আনন্দের কাছে রেখে
আমি গিয়ে ছিলাম চলে l
তাতেও তোমার শান্তি হোলোনা যে !
তোমার ইচ্ছে হলো আবার বাবার মতো হতে,
কত লোক রোজ আসে বাবার কাছে
কত মান্য করে তাকে,
বন্ধু পাঁচ মিলে ঘুরে বেড়ায় একটু ছুটি পেলে
তাইতো তোমায় করে দিলাম বাবার মতো বড় l
কত লোকে আজ  তোমায় মান্যি করে  স্যার বলে  ডাকে
গাড়ী চড়ে ঘুরে বেড়াও এদিকে ওদিকে
তাই ভাগ্য কে রেখে তোমার কাছে,
আমি গিয়েছিলাম চলে l
মাঝে একটি  বার দুঃখকে  পাঠিয়ে ছিলাম তোমার কাছে, তাই নিয়ে কত অভিযোগ ছিল তোমার l
সে না থাকলে মানতো কেউ আমায়?
একটা কথা বলি, ধৈর্যের সাথে বন্ধুত্বটা টিকিয়ে রেখো তুমি
সে আসবে অনেক কাজে -- যেমন সাতটা বছর তোমার সাথে ও জড়িয়ে আছে  l