মধ্য গগনে এসে            
তোমায় ভালবেসে
মাতাল হোলাম আমি      
তোমার বর্ণে সুবাসে,
যেখানেই আমি যাই      
তোমাকে খুজে বেড়াই,
পথের ক্লান্তি ভুলি            
যখন তোমায় দেখি
পথের পাশের ঝোপে        
অথবা কোন টবে
পাপড়ীগুলো দুলে              
মৌমাছিদের বলে
বুক ভরা মোর মধু          
খেয়ে যাও প্রাণ ভরে
প্রজাপতিরা আসে            
রেনু মাখা পায় বসে
তোমার কুশল নিয়ে          
উড়ে যায় অন্য বনে
মুখে ভাতের সাজে            
ফুলের মুকুট লাগে
যাবার দিনেও আমি  
ঢাকবো তোমার সাজে l