এক ছিল জমিদার ছিল তার ভুঁড়ি
হি-হি-হো-হো হেসে ওঠে দিলে সুড়সুড়ি
ভুঁড়ি তার ইয়া বড় এটি তার গর্ব
ভুঁড়ি ছাড়া লোক নাকি বড়ই অথর্ব।
গ্রামের সে জমিদার ভুঁড়ি তার হবে না?
হয় তবে আছে ঠিক, নয় কেউ কবে না।
একে সে জমিদার তার উপর ভুঁড়ি তার
তার সাথে পাঙ্গা? সাহসের জুড়ি কার!


ভুঁড়িওয়ালা জমিদার যদি যায় বাজারে
দেয় শুধু উপদেশ দেওয়া যায় যা যারে।
এতই কি সহজে আসে এই ভুঁড়ি?
সবকিছু খেতে হয় হোক সে খিচুড়ি।
ভুঁড়ি তার বড় বলে মন তার ছোট না।
ভুঁড়ি নিয়ে ঘটে যায় হাজারটা ঘটনা।
ভুঁড়ি আছে থাকবে লাভ কিবা তর্কে
চাও নাকি দূরত্ব হোক সম্পর্কে?