সেদিনের সেই ছোট্ট ছেলেটা যে কিনা মায়ের কোলে বসে খেত,
আজ সে বড় হয়েছে,
যে ছেলেটা দুই দিন মামাঘর গেলে কাঁদতো
সে আজ বাইরে থাকে।
যে ক্রিকেট পাগল ছিল সে আজ খেলা দেখে না পর্যন্ত,
আজ সে জীবন গড়ার কাজে ব্যস্ত,
সে আজ কাজ করে,বাবার প্রতিদান শোধ করার চেষ্টা করে।
চেষ্টা করে পুজোতে মায়ের জন্য শাড়ি কেনার,
পারে কি না !সেটা সেই বলতে পারবে।
কালকের যে ছেলে টায়ার নিয়ে ছুট তো
সে আজ সংসারের চাকায় পেশা।
কালকের যে ছেলেটার টান ছিল,
আঁকা,গান,খেলা বা অন্য কিছু
টাকার সন্ধানে সে সব ভুলতে বসেছে।
যে ছিল বন্ধুদের নয়ন মনি,
আজ সে বহু বছর তাদের সাথে দেখা করেনি।
একি আন্তত্যাগ নাকি অন্য কিছু,
নাকি সফলতার চাবি কাঠি,
একি সুখে থাকার চেষ্টা,
নাকি নিছক কল্পনা।
একি তার বাবা ও মায়ের বাস্তব হীন সপ্ন
নাকি অন্য কিছু।
একি জীবন নাকি অন্য কিছু ।
                                  -সিদ্ধান্ত