বৃষ্টি , আবার তুমি নতুন করে ঝরো
কিছু  কাজ আছে বাকি
কিছু কথা , কিছু অজানা , কিছু স্বপ্ন
আবার নতুন করে আঁকি ।।


আঁকবো এমন এক স্বপ্ন
যেখানে বাস্তবতা হার মানাবে
যেখানে মানুষ নতুন করে বাঁচবে
তার জীবন নিয়ে ।।


সেখানে মায়া ,ভালোবাসা , রুজি রোজকার
থাকবে না কিছু
থাকবে কিছু হাসি , কিছু আনন্দ , কিছু রং
ছাড়বে না পিছু ।।


সেথা কিছু বেশ্যা  নতুন ভাবে ঘর সাজাবে
কিছু ধর্ষিতা আবার নতুন করে প্রেম করবে
কিছু নেতা সবার সাথে রাস্তায় দাঁড়াবে
সেখানে স্বপ্নে চাঁদের পাহাড় নিজের হবে ।।


সেথায়  সবাই পাবে সমান ভাগের অন্ন
সেথায় মিলবে কিছু নতুন অনুভূতি
কিছু ভালোবাসা বন্য ।।


সেথায় রুগী পন্ন ছাড়াই , গান শুনে  হবে সুস্থ
সেথায় সন্ধ্যা নামলে মানুষ হবে গল্প করতে ব্যস্ত ।।


বৃষ্টি তুমি সেথায় আবার  ঝরো
        সবাই ভিজবো সেখানে
    একমনে , একপ্রাণে ।।
নতুন ভাবে তুমি বাঁচতে শেখাবে তাদের
যারা কৃত্তিম , মানুষ নিয়ে করে খেলা
যারা  ঘৃণ্য , যাদের ভালোবাসা
          পথ ভোলা ।।