ওরে আউলা মনে বাউলা বাতাস
লাইগাছে মন চাঁদনী রাইতে
বন্ধুয়া দিছেরে কথা নদীর জলে
নাইতে নাইতে।
রাইত গড়াল ফর্সা হইল আন্ধার আইতে না আইতে।।
বন্ধু আমার কান্দনের সুর ধরিল গাইতে গাইতে ।
তোমার কান্দন সইতে না'রি
ফুরায় ক্যান রাইত তাড়াতাড়ি
বন্ধু চায়না যাইতে।।
শিরিষ গাছে পিরিত আছে প্যাঁচা পাখির সাথে;
তেঁতুল গাছে বাঁদুর নাচে
পাঁকলে কলা গাছে
দিনের বেলা নয়রে বন্ধু
রাইতের বেলা রাইতে।।