আমি বাউল চাইনা হতে
ছাড়ে না সে কোনমতে
বাংলা মায়ের রূপ
নীল চাদোয়ার মাঝে দেখি
বাউল মেঘের স্তুপ।।
আমি বাউল এই বাতাসে
বাংলা মায়ের সবুজ ঘাসে
পড়ে নাঙ্গা চরণ
এইখানে চাই এই বাউলের মরন
এইখানে ঘাস সুগন্ধী মধুকূপ।।