আমি চোঁখের জলে মালা গেঁথে তোরই পথে কান পেতে রই
সই গো সই আমি তো আর এখন তোর আপন কেহ নই।।


নদীর ঘাটের জল জানে তোর পায়ের মল জানে
জানে ডিঙি নায়ের মাঝিরা সকল
জেলের হাতের জাল জানে অমাবস্যার কাল জানে
তোর প্রেমের কলংকের বোঝা আমি একা বই।।


চান্দের পিরিতে জোয়ার ভাটা আমার পিরিতে বাঁজে বারোটা
মনেতে লাগায়ে আঠা সুখের মুখে মেরে ঝাঁটা
পলাইছে সই বুকের ব্যাথা এখন কারে কই।।