সুইসাইড নোটে নিজের জীবনটারে -
বেঁচে দিলো নিপিতা।
মহানগরের সুড়ঙ্গে,
ঝুলন্ত ব্যাথাহীন মৃত্যুর বাস্তবায়ন -
শেষমেশ-
দু'শ গ্রাম সাদা দড়ির গিঁটে,
ঝুলে রইলো।


আমাদের বিশ্বাস,
ভুল ঠিকানা থেকে ফেরত আসে -
নরকের দরজা বরাবর,
নীল খামের চিঠিতে।


আমরা ব্যাথাহীন মৃত্যু চেয়েছি ;
বিষাক্ত হ্নদয়ের দংশন না।