দৈব-দুর্বিপাকে -
রোজ নিজেস্ব অপকর্মের ডায়রী খুলে বসি!
অন্ধকারে বিগলিত হওয়া সত্তার,
বিশ্রী চেহারা দেখাই লুকিং গ্লাসে!


ওরা আমাকে স্লিপিং পিলের নেশায় -
আশক্ত করে !
লাইন বাই লাইন নগ্নতা পড়িয়ে শোনায়।
নেতিয়ে পড়া শরীরে দেয় নখের আঁচড়-
অপকর্মে প্রতিষ্ঠিত হয় নতুন জন্ম দাগ।


দীর্ঘ নির্ঘুম রাতের গল্প শুনে,
পৈশাচিক আনন্দ লুটায় ওরা।
আমি শরীর বেঁচি তাদেরই দরবারে!
পাতায় পাতায় জলছাপ দেই বিষাক্ত হ্নদয়ের।


রিক্সার হুক তুলে প্রেয়সীর-
ঠোঁটের আগায় চুমু বসাই,
প্রতারক প্রমিকের দলে বিভক্ত দস্তখতে;
পাঁজরের স্পর্শে মাতাল আগুনের দাহো।


তোমার শরীরের আঁচে,
একটা দীর্ঘ মাতাল রাত ।
অভিশপ্ত ডায়রীর বিশেষ গদ্যের প্রলাপে-
অতল গহ্বরে স্যাঁতসেঁতে তলকুঠুরি ।


ওরা জলের বোতলে সুখ গিলে খায়,
আমারে বানায় নির্মিত দেউলিয়া।


তবুও ডায়রী-
অপকর্মের প্রতিষ্ঠিত জাদুঘর।
লিখছে সময় অন্ধকারে ডুবে যাওয়া,
এক নষ্ট প্রেমিকের জরাজীর্ণ খেলাঘর।