পায়ের নিচে গোটা ভূপৃষ্ঠ আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে আছে,
চলতে শেখা হয়নি পঙ্গুত্বের ক্রমাগত মস্তিষ্ক চাপে।
আজও যেমন খুড়িয়ে চলছি কাঁটা বিঁধে যাওয়া পায়ে,
আগত দিনও তেমনি থেকে যায়, চিন্তার ভাঁজে ভাঁজে।


পরিণিত বৃক্ষের নিয়ম দেখে, বেড়ে ওঠা হয়নি তবুও,
যেখানে পাখির ঠোঁটে আলতা লাগে, ফোকলা কাঠের।
মৃত মানুষের জৈব মিশে যায়, মাটি কাণার শরীরে,
পাঁজরের হাঁড়ে- তবুও সৃষ্টি হয়না নতুন কোন ভ্রুণ।


ক্রমশ কেয়ামত দেখবো বলে, আরও একটা পাপ জন্মে,
দোযখে ঢুকে যায় শুদ্ধস্বরে উঁচিয়ে কথা বলা মানব।
পায়ের নিচের মাটি সরে যায় ভূ-কম্পের গর্জনে গর্জনে,
আথচ দেয়ালে দেয়ালে মুক্তি চাই,মুক্তি চাই স্লোগান।


ইতিহাস আলমারিতে বন্দি রেখে, গায়ে হলুদের উৎসব,
পায়ে পায়ে দলিত জন্মানো শিশু, বাবার নাম রাখে।
তবুও পুষ্ট হয়নি বিবেকের ভরা কৈশোর, বিবেকের দ্বার,
পায়ের নিচে প্রশস্ত ভূ-পৃষ্ঠ, অথচ আমাকে হাঁটাতে শেখায়নি।