আমি দু:খ গুলোকে জড়ো করি,
পেঁয়াজ,মরিচ,মসলার ঝালে তেতো করে ফেলি।
রোজ মরে যেতে চাইলে মৃত্যুও মুখ ফিরিয়ে নেয়-
বেঁচে থাকা না থাকার অংকে হেরে যাই।


বোবা হয়ে থাকি প্রাক্তন প্রশ্নের কাছে
উঁচু দালানের রেলিংএ দাঁড়িয়ে উত্তর খুঁজি।
নিজের মূল্য নিয়ে দর কষাকষি চলে-
নির্বাক-ধূসর জীবনের কাছে ঠকে যাই।


নির্বোধ, প্রতারকের সিলমোহরে সজ্জিত হই।


ডুবে যাওয়া শহরে নামহীন পরিচয় এই-
ভাসমান সংবাদে রটে যায় দুর্নাম।
অবুঝের ইচ্ছেতে দূর্বার সংলাপ
খুটিনাটি লিখছি তবুও ছেড়ে যাই জংশন ।


এ আমার ফিরে আসা শতাব্দীর দু:খ
মুছে যায়না বিরহী জ্যান্ত  স্মৃতি।
পুড়ে গেলে পড়ে থাকে শুধু ছাই;
দমকলে ধুঁয়ে যায় অস্থি সমেত চিহ্ন।