বিড়ি ধোঁয়ায় যখন অগ্নি নিবারক টিম পাড়ায়,
তখন হয়তো তুমি কাবিন নামার খাতায় ,
আঙ্গুলের টিপসহি সমেত সাক্ষর করছো।
আগুন নিভছেনা দমকলে, সে'কি দাহো প্রেমিকের,
সিগরেট পুড়ছে হ্নদয় পোড়ানোর আগুনে।


ঘর পুড়ে ছাই, প্রেমিকার সাক্ষরিত দলিলের আদলে,
প্রেমিক মৃত হলেই, থেমে যাবে পাড়ার সোরগোল।
মৃত হলেই সাইরেন সুযোগ আসবে মুয়াজ্জিনের।
আজ বিকেলে প্রেমে মরা মরহুমের দাফন হবে।


আয়োজন হবে আতর-গোলাপজলের, সাদা কাফনের।
বিশ্বাস ভেঙ্গে ফেলা প্রমিকের এই বুঝি পরিত্রাণ।
মুনাজাত হয় নব বধূর সার্বিক মিলনের,
মৃত প্রেমিকের কবরে হয় পাপ মোচনের মোনাজাত।


তোমার মেহেদী,আলতার রং মুছে না যেতেই,
আমার দেহ পঁচনের খবর পৌছাবে তল্লাটে।
আগরবাতির গন্ধ মুখর দোয়া অনুষ্ঠানে,
অজ্ঞাত মৃতের খাতায় নাম লিখবে স্বজনেরা।


ভুলে যাবে তুমি এই নির্বোধ, স্বার্থপর প্রেমিকের নাম,
মুছে যাবো স্মৃতির পাতা থেকে শিশির ভেঁজা সকালে।
আহ্লাদি গাঁয়ে মেখে রাতভোর অপেক্ষা করবে,
আদুরের বরের জন্যে।
ততোদিনে সাবেক প্রেমিক তোমার,
মিশে যাবে মাটিতে।