বড্ড অভিমানী এই আমি!
ভিষণ মন খারাপের দিনে,
এক আকাশ অভিমানে দাঁড়িয়ে যাই ;
কোন ফুটপাতে অথবা চুড়ির দোকানে।
এক জোড়া ঝুমকো চুড়ি কেনার অভিলাষে!


বড্ড অভিমানী এই আমি ;
কখনো রাস্তা ভুলে যাই খেয়ালি অভিমানে!
হয়তো কখনো তোমাকে ভুলে যাই ।
মেঘ-বৃষ্টির খেলায় কখনো, কাঁদা হই ;
এক সাগর অভিমান হয়ে, তোমার গায়ে মাখি।
একটা অভিমানী ঘ্রাণ হও তুমি!


বড্ড অভিমানী এই আমি ;
মাঝে মাঝে তোমার সমালচনা করি বেশ!
বিদেহী আত্মা অথবা লাগামের দোষ খুঁজি।
এক পশরা লুকোচুরি অভিমান আমার!
অভিমানে ফোন কল ভুলে যাই, নিজেকে ভুলি।
তখন হয়তো অভিমান ভুলে যাই !


বড্ড অভিমানী এই আমি ;
একটু বেপরোয়া হতে না পারার অভিমান,
রোদ বৃষ্টিতে ছাতায় মাথা না গোঁজার অভিমান।
তুমি ছাতা হতে পারতে?
তুমি ছায়া সঙ্গি হতে পারতে?
এক আকাশ মেঘলা অভিমান আমার ।
তুমি একটা নদী হতে পারতে?
অভিমানী নদী !


বড্ড অভিমানী এই আমি ;
পাগলামী করতে না পারার অভিমান !
তুমি পাগল ডাকতে পারতে?
তুমি অভিমানে ভালোবাসতে পারতে?
এক পৃথিবী অভিমান আমার,তোমায় নিয়ে ;
তুমি পাশে থাকতে আজীবন?
তুমি হাসাতে পারতে, তুমি কাঁদাতে !


হয়তো কোন অভিমানে অবসর দিলে,
দূরে ঠেলে দিলে, ছুঁড়ে ফেলে দিলে,
চোখের আড়াল হলে এক নিমিষেই!
বড্ড অভিমানী তুমি !
খুব চেপে যাওয়া স্বপ্নের মতো অভিমানী তুমি।


অলোকের বিড়ম্বনায় একদিন,
অভিমানী মৃত্যু হবে আমার!  
বড্ড অভিমানী এই আমি ।