জীবন এখন শুকনো পাতা
খুলছি আমি নতুন খাতা,
ব্যাঙ্গের যেমন মাথায় কোঁড়ক
সেই রুপেতে খুলছি মোড়ক।


তৈরি হওয়া ছদ্ম ছায়া
টানছে তবু পেছন হায়া,
থাকবে যতো নতুন সাজে
চলবে শুধু আমার রাজে।


আকুল করা মৌন পাখি
বলবে কথা যদি ডাকি,
থাকবে ততো মন,মানুষে
উড়বে আকাশ পণ ফানুসে।


স্বাধীন মনের এই আকাশে
আমায় পাবে সেই সকাশে,
আসবে না আর দমকা হাওয়া
পূর্ণ হবে আমার চাওয়া।


জীবন আছে বেচবো দরে
আমার খাতা, পকেট ভরে,
জীবন তো আর হয় না সোজা
মন মানুষের হয় না বোঝা।


বেলায় বেলায় আঁকড়ে ধরি
অন্য যানে আবার চড়ি,
পার করেছি ঝড় প্লাবন
এইতো আমার নতুন জীবন।