জীবনের অগ্নীঝরা দিনে,দূর দৃষ্টিতে নতুন সৃষ্টি হয়ে
তুমি ফিরে তাকালে!


যখন মানুষে মানুষে দূরত্ব বাড়ছে
মহামারী অথবা হাহাকার ঘন ক্ষণে।
তুমি ফিরে তাকালে!


যখন স্বচ্ছ কাঁচের দেয়ালে পিতা-সন্তানের দূরত্ব।
ফুফিয়ে কান্নার রোল চারপাশে; আর
তুমি ফিরে তাকালে!


বাড়ছে প্রেম আর প্রেমিকার দূরত্ব
রোদের ঝলাকানিতে ছায়াদের দূরত্ব
বাড়ছে;
এমন হাতড়ে মরা দূরে যাবার দিনে,
তুমি ফিরে তাকালে!


একঘেয়ে বন্দি জীবন যখন শূন্যতায় ঘেরা
বিশ্ব জুড়ে লাশেদের মিছিলে মৃত নাগরিক
আমি;
ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখি এমন  দুর্দিনে ।
আর তুমি ফিরে তাকালে!


পলকে পলকে মৃত্যু দেখা চোখ বুঝে
তুমি;
জীবন মরণের হিসেব গুনলে।
আর অনাকাঙ্ক্ষিত টেক্সট বিবৃতি দিয়ে,
তুমি ফিরে তাকালে!


বুঝি মৃত্যু সন্নিকটে ভেবে  দুরু-দুরু বুক কাঁপে?
তাই ক্ষমা প্রার্থনার আবেদন হাতে,
তুমি ফিরে তাকালে!


সন্তান সম্ভবা অথবা মাতৃত্বের সুসংবাদ নিয়ে  
খেয়ালি ভাবনায় তুমি বলে ফেলা, 'তুমি' হয়ে;
তুমি ফিরে তাকালে!


এমন নিরাশার দিনে খুঁজি 'আমি' মৃত্যুর দিনক্ষণ।
আর তুমি পিছুটান হয়ে উঁকি দিলে,
ঝড়ো বৈশাখ হয়ে  উঁকি দিলে।
তুমি ফিরে তাকালে!
অবেলায় ;
তুমি ফির তাকালে!