তোমারে মুক্ত করে দিতে হলো,
তোমাকে দেওয়া অঙ্গীকার স্রেফ মিথ্যে বচন ।  
শুধু মুখ থুবড়ে পড়ে রইলো ঘর বাঁধা এক মুঠো স্বপ্ন।
লিখে রাখা ডায়রীর পাতায় পড়ে রইলো,
প্রথম দেখা থেকে বিচ্ছেদ স্মৃতি যতো ।


ফেসবুক ছেড়ে দিলাম, বাহানাবাজী ছেড়ে দিলাম
ছেড়ে দিলাম অনেক কিছুই,
তোমারে আটকে রাখা হইলোনা।
বিশ্বাস করো,
তোমারে ধরে রাখবার নূন্যতম পথ খোলা থাকলেও,
হারিয়ে যেতে দিতাম না কখনো ।
ছেড়ে দিতামনা তুমি নামক সত্যিটারে।


সখ, আহ্লাদ ছেড়ে দিলাম সত্তার বিসর্জনে।
পৃথিবীর যে দাহ,
তাতে জীবনের মূল্য টাকায় গিয়ে ঠেকেছে।
সমাজের অলি-গলিতে টাকার রাজত্ব চলে,  
ক্যারিয়ার না থাকলে নাকি মূল্যায়ন হয়না সমাজ-সংসারে।  


তবে আমার মূল্যায়ন কেন এতো;
তোমার দরবারে?
শুধু আবেগঘন মুগদ্ধতার বলে আকড়ে ধরেছো জন্যে,
নাকি একটা অধ্যায় লিখতে হবে আরও ?
তোমার আবেগের অধিকার দেয়না সমাজ ।  


তুমি একবার শুনতে চেয়েছো;
অপেক্ষা করবে কি-না?
প্রশ্নের জটে বাকরুদ্ধতা গিলে ফেলেছে আমারে।
যুদ্ধক্ষেত্রে গ্রেনেডে জর্জরিত হয়ে মরারর চাইতেও,
মৃত্যুদ্বায়ক সে প্রশ্ন।
উত্তর দিতে না পারাটা,
এক যুগের ব্যাধি বয়ে বেড়ানোর চাইতেও যন্ত্রনার।


তুমি নিয়মের বেড়াজাল ভেঙ্গে এসেছো অসাধ্য সাধনে,
তুমি রইবেনা জেনেও বলি, তুমি যেওনা এলি।
সে বলা, তোমার পথে মিথ্যে বিশ্বাস এক।
চৌকটে সেঁটে দেওয়া আরও একটা অবিশ্বাসের খিল।