আমায় তুমি ভাবতে  পারো পাগল ছন্নছাড়া
যার কোন ছায়া নেই,মায়া নেই
সব নিরবতার খেলা মাত্র।


আমায় তুমি ভাবতে পারো রংচটা পাড়া
যেখানে সুখ নেই, শান্তি নেই
মমতার আলিঙ্গন বিলুপ্ত প্রায়
এক ঘরে নির্জনতায় বসবাস মাত্র।


আমায় তুমি ভাবতে পারো স্রোত ছাড়া নদী
যাতে কেউ ভাসতে পারে না
না পারে দু:খ বিসর্জন দিতে
সেই অভাগা নদী আমি ভুবনে।


আমায় তুমি ভাবতে পারো শূন্যতাবোধক
যার দু'হাতে না আছে দেনা-পাওনা
বিজনের মাঝে ভাসমান একলা নাবিক।


আমায় তুমি ভাবতে পারো সরল আনমনা কবি
যার আবেগ জড়ানো মন,ছন্দ ভরা খাতা
পাতায় পাতায় দু:খ কষ্টের বর্ণনা
বিধাতার লিখুনিতে জীবন বিষাদসিন্ধু।


আমায় তুমি ভাবতে পারো নষ্ট জনা
নষ্টে নষ্টে মিলে যার জীবন পাতা
নষ্টামী এখন সব ছায়া পথ।


আমায় তুমি ভাবতে পারো কাছাকাছি মৃত্যু
ঋতু বদলে যার ধরন ভিন্নভিন্ন
ছিন্ন মূলে পরিণত মৃত সবুজ বৃক্ষ।


আমায় তুমি ভাবতে পারো, আমি পর
হবোই না বা কেনো?আমি খেলনা তাই
সময়ের ঘূর্ণিপাকে পড়ে গেছি
ফেরারি মন আলোহীন অন্ধকারে
আপন পরের ভাবনা বিতাড়িত এখন।


আমায় তুমি ভাবতে পারো, পুরনো ডায়রী
সেখানে জমা লেখা আছে আমাদের গল্প
কেউ বাদ পড়েনি সেখান থেকে
আমাদের মুখোশ গুলো দেখতে পাবে
সেখানে.....


আমি মুখ লুকোতে পারিনি
তুমিও পারবে না, খুলে দেখো একবার
ভুলে যাওয়া স্মৃতি গুলো খুঁজে পাবে।
আমায় তুমি ভাবতে পারো, পরাজিত জীবন
তার সবটাই বাস্তবতার জন্যে।