তোমার শরীর চাইলে হয়তো,
পার্কের ঝোপঝাড়ের আড়ালে বসানো বেঞ্চিতে বসে চুমু চাইতাম।
প্রেমের প্রলোভনে, নানা অজুহাতে বদ্ধ খেলাঘরে তুলতাম।
হুকতোলা রিক্সার আড়ালে শকুনের মতো খাঁমচি বসিয়ে দিতাম।
মুঠোফোনের  ক্যামেরায় অশ্লীল প্রতিচ্ছিবি দেখিয়ে কামনায় পিষ্ট করতে চাইতাম।
বন্ধুর উদ্ধৃতি দিয়ে - অতিরঞ্জিত গল্প শুনিয়ে কাম বাসনার ফাঁদে ফেলতাম।


কিন্তু তার একটিও,
আজকের এই দিনে তোমার কাছে প্রকট হয়নি!
আমদের বিশ্বাস অর্থহীনভাবে ঠকিয়েছে শুধু।
জীবনের কয়েকটা বছর আলাদা করেছে -
ইচ্ছে পূরণ,ও পথে হেঁটে যাওয়াকে রুদ্ধ করেছে।


ভুল তীর চিহ্নিত সাইনবোর্ড -
কাঁটা বিছানো পথে ঠেলে দিয়েছে অন্ধের মতো।


বিশ্বাস করো; তোমার শরীর চাইলে -
হায়নার মতো নখের আঁচড়ে কামনার বিষ ঢালতাম।
তোমাকে নিস্তেজ করবার ইচ্ছেতে কাঁধে কামড় বসাতাম।


অথচ আমাদের সংসার পাতানোর প্রতিশ্রুতি,
নীল খামে  সীলগালা  হয়ে -
পোস্ট অফিসের আলমারীতে পরিত্যাক্ত চিঠি,
নিখোঁজ ব্যক্তির সীলমোহর পড়ে আছে ।


তোমার শরীর চাইলে হয়তো,
বিকেলটা তোমার নামে উদযাপন হতোনা।
চায়ের চুমুকে,
জীবন বোধের শক্ত কতেক দুঃখ তুলে দিতাম না তোমার হাতে।


আমাদের জীবন গেছে দু'দিকে-
শুধুমাত্র ভুল তীর চিহ্নিত সাইনবোর্ডে।