যন্ত্রচালিত এই পৃথিবীতে আমরা সবাই কর্মব্যস্ত
গুণে -গুনে  জীবনের অনেকগুলো রক্তিম সূর্য
গিয়েছে অস্ত্র


ভালোবাসার রঙে - রাঙাতে চেয়েছ অনেকেই,
কিন্তু, আমি নিতে পারেনি ধূসর রং ছড়া আর  কিছুই,


তবুও মাঝে মাঝে দূরের দিকে তাকিয়ে থাকি,
ভবিষ্যতকে দেখার চেষ্টা করি,


আর ভাবি, দিগন্তের ওপারে কি আছে সত্যি কোন নয়া দিগন্ত?  


এত কর্মব্যস্ততার মাঝেও,
নেত্র যেন কাউকে খোজে,  


ঘুমন্ত আবেগগুলো, ঘুমাতে চাই,
   আপনের - চেয়ে আপন,
  কারো বুকে, মাথা গুঁজে,


যেখানে শুধু দুটি দেহের স্পন্দন নয়,,
  অনুভূতি,  গুলো সব মিলেমিশে
       একাকার হয়ে গেছে


যেখানে সুখকে খুঁজতে হয় না,
দুঃখে চোখ ভেজে না,
কষ্টের সময়, নিজেকে একাকী
অসহায় মনে হয় না,


--- এমন গুণবতী সে ----
তার হাসি যেন ঝরনার - কলতান,
তার কণ্ঠে নিত্য সুর তোলে,
---  ভালোবাসার গান,


---তার মুখশ্রী যেন ভরা পূর্ণিমা,
((সত্যের শুভ্রতায়  ভরা, শীতলতায় সিক্ত, বিশালতম উদারতা,))
---  সহস্র জ্যোৎস্নার সমান


আমাবস্যার আঁধার তাকে ছুঁতে পারে না
মনোহর মুখশ্রীতে মেঘেরা ভিড় করে না
অকারণে মুক্তোর কনা -- কান্না
ঝর - ঝর করে,  ঝরে পড়ে না,


সহজে সে করে না অভিমান,
তুচ্ছ কষ্টে মুখ তার হয় না ম্লান,


--বোধে, বুদ্ধিতে, বোঝানোতে সে ভালো,
--তার ছোয়াতে,  আমার ছোট্ট ঘর,


হয়ে যাবে, আলো ঝল - মল,


--আমি এমন কাউকে চাই,,
--আমি এমন প্রিয়ার প্রত্যাশায়,,
-- দিন পার করি


আমি চাই,  রবীন্দ্রনাথের, হৈমন্তী গল্পের নায়ক, অপুর মত ভালবেসে বলি ----


--- আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম
  -- সে আমার সম্পত্তি নয়,
  --  সে আমার সম্পদ।  ,,,,,,