মাথার উপরে নীল আকাশ
যেন মিশে আছে দূর গায়ের জানা-অজানা
গাছপালার সাথে,
একদিন ধরতে চেয়েছিলাম সেই আকাশ।
কিন্তু কোনদিন পৌছাতে পারিনি সেই গাছপালার কাছে
তাই দুর বহু দূরে থেকে গিয়েছে সেই আকাশ।

একদিন আমি জানতে চেয়েছিলাম সাগরের গভীরতা
ভাসতে ভাসতে মোহনার কাছে থেমে গিয়েছি-
তাই চিরদিন অজানা রয়ে গিয়েছে-
সেই সাগরের গভীরতা।

আমি কপোতাক্ষ নদের মতো
একদিন কবিতা লিখতে চেয়েছিলাম-
স্বরবর্ণ ব্যান্জন বর্ণ শিখতে শিখতে
জীবন সায়াহ্নে এসেও একটাও কবিতা লিখতে পারিনি।

আমি বনলতা সেনের মতো কাউকে খুজে
বেড়িয়েছি আজীবন।
পাইনি তাকে-
তাই আমার ভালবাসটা
আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে মনের গভীরে।

আজ চলতে চলতে কোথায় দাড়িয়ে আছি আমি
নিজেও জানি না,
তবুও অধরা স্বপ্নগুলো বুকে নিয়ে বেচে আছি আমি।
----/----