বুকের পাঁজরের শিকলের আশ্রয়ে
স্বপ্ন বেঁধে, দু’চোখ জাগিয়ে নিও।
ধানের শিষে অন্নের সুবাস আছে
নির্বীজ আঙুল ধুয়ে আঁচিয়ে নিও।


জীবন
ডানাভাঙা পাখি, উড়তে পারেনা।
মেঘবৃষ্টির পীড়ন পড়তে জানেনা।


আকাশ নিকিয়ে  
বিসর্জনের সিঁদুর উথলে  
ফিরে আসে ঝনমনে রোদেলা সকাল।


শরীর সত্যির মক্কা    মৃত্যু ঘুমের নন্দনে
শবের শান্তি আগুনের শোধনের যাপনে
বাঁচার ইচ্ছে বেঁচে   জীবনের উদ্বোধনে
ভালোবাসা আকাশ মাখানো আলোর ধুলো।
ভালোবাসার অঞ্জলির আঁচ বুকে ছুঁয়ে নিও।