দেখা দিতে এক পলকের যদি একবার
হলুদ পাতার ঝড়ো হাওয়ায়
আসতে যেতে সাঁকোর পার
পেতো না এ মন কষ্ট যে আর ।


তুমি আছো আলোয় আলোয়
ভরে আকাশের এপার ওপার
আমি কেনো  দাঁড়িয়ে থাকি
তোমার  চৌকাঠে  দুচোখ নিয়ে অন্ধকার ।


তুমি আছো বৃষ্টির ফোঁটায়
ধরে জোছনার  নদী প্রান্তর
আমি কেনো বাড়িয়ে রাখি
আমার  দু হাত মেঘলা রাতে অবান্তর ।


বিকাশ দাস
মুম্বাই