(৭১)
তোমার ঈশ্বর আমার ঈশ্বর চুলোয় যাক
ধর্মের চুলো চুলিতে মানুষ মানুষ ই থাক।


(৭২)
শুনেছি ঈশ্বর থাকেন মন্দিরে আর খুদা থাকেন মসজিদে
খামোকা মানুষ লড়াই চালায় নিজের নিজের ধর্মের জিদে।


(৭৩)
আমি থাকব কোন কোরানে কোন গীতায় কোন উপনিষদে
সবাই আছে মেতে  নিজের স্বার্থ মেটাতে ধর্মের অজুহাতে।


(৭৪)
ঈশ্বর খুব খুশি হোন   গুঁজে দিলে মানুষের হাতে ধর্মের দীক্ষা
ঈশ্বররের চৌকাঠে দাঁড়িয়ে মানুষ মাঙেন বেঁচে থাকার ভিক্ষা।


(৭৭)
ঈশ্বর জানেন ধর্ম মানুষকে না দিয়েছে শান্তি না  সততার ছাদ
এখনো মানুষ ধর্মের পেট  খিদের ভেতর খোঁজেন বাঁচার স্বাদ।


(৭৮)
ঈশ্বর পা রেখেছেন জমিনে চোখ রেখেছেন আকাশের দালানে  
স্বর্গ মর্ত্য দুটোয় রেখেছেন নিজের দখল দালালির তত্ব্যাধানে।


(৭৯)
শুনেছি থাকলে উপোস পেটে  ঈশ্বর নিশ্চয় আসেন ঘরে
ঈশ্বররের ভয় অন্ধকারে তাই  সব বাতি জ্বেলে রাখি ঘরে।


(৮০)
তুমি ঈশ্বর বানাও  ভেঙ্গে কোন পাথর
তুমি হৃদয় বানাও  ভেঙ্গে কোন পাঁজর।


(৮১)
আজ সব দোষ নিয়েছি যদিও আমার মাথায় তুলে
দু হাত খুলে সাজিয়ে ঈশ্বরের দু পায় অনেক ফুলে।


বিকাশ দাস
মুম্বাই