তোমার হাতে আমার হাত     আমার হাতে তোমার হাত
গুছিয়ে পরস্পরের আঁচ  আঙুলে আঙুলে নিশীথের লাবণী
আকাশ মুখর রূপসী  চাঁদনী   হাতেবোনা আলোর বাঁধনি
গ্রহনের আলিঙ্গনে
এক দুজনের ঋণী।


পরস্পরের ভুল শুধরে ভালোলাগা
পুনর্বাস  
উচ্ছ্ন্ন উঠোন খঞ্জ তারে  আকাশ মাটির অন্তঃসারে।  


তোমার উত্তাপ আমার উত্তাপ  বিশ্বাস হাতড়ে শরীর খোঁজে
এক দুজনের পরস্পরের নিঃশ্বাসে;
প্রেম অন্ধ বধির।  


তোমার কাঁখে রাখলে হাত আমার ভীষণ ভয় লাগে
যদি জড়িয়ে পড়ি ওতপ্রোত ভাবে তোমার অনুরাগে।
বজ্জাত শরীরের জাত
শরীরের  আস্তানায়।


আমি শরীর তুমি শরীর ভালোলাগার কায়ায়
এক দুজনের অন্তরঙ্গের সুবাস নিয়ে
ভালোবাসার বর্ণপরিচয় খুঁজি শরীরের ছায়ায় ।


শরীরের দিনযাপন কি অস্থির মর্যাদায় !
না অস্থির জীবনযাপন
শরীরের দয়ার দায়বদ্ধতায় !
মূল্যবোধের প্রতিবাদ।


বিকাশ দাস
মুম্বাই