আমার অসুখ জেনে শুয়ে আছি আমি হাসপাতালে
ইদানিং তোমার খুব কাছা কাছি  হাতের নাগালে  
সবুজ পর্দার আড়ালে  
শুভ্রতা জড়ানো বিছানায় নিজের সাথে একা,
ইতস্তত শরীর জ্বরের আদ্রতায়।


খুব মন খারাপের শোক মিলনের আবেগ জানালে
এক গুচ্ছ দামী বর্ণময় ফুলের তোড়ায় সবার আড়ালে
পাঠিয়ে নাম না জানা অপরের হাতে ।


যদিও ফুলের প্রত্যেক পাতায় পাতায়  
তোমার কোমল রমণীয় হাতের উদ্যত ভালোবাসা
তোমার ঠোঁটের নম্র স্পর্শ মঙ্গলময় গন্ধ
অশ্রুর দানায়  প্রতিশ্রুতি মাখানো ছন্দ
আপন রাখার  নিঃশ্বাসের কম্পন
"ফিরে এসো",  
ছিলো সমস্ত ফুলের রঙ তোমার দরদ জুড়ে।


ফুলের উপর দু চোখ রেখে দু হাত গন্ধ মেখে,
আমার শরীর নদী থেকে সাগরে ছড়ানো
এক ছুটে।
আগলে অভিমান আরো উপোস ডুবানো
ব্রত কুটে ,
ভালোবাসার গোপন টানে।


তবু
বুকের ভেতর নারাজ হৃদয়, আমার নিভৃত সংলাপ
চোখের নীচে অভিমান বলে ওঠে :
ধারাময় ব্যস্ততার প্রপাত থেকে অজুহাতের নির্যাস তুলে  
নিয়ে তোমার অধিকার  অবাধ জানাশোনার ভিড় খুলে
ভেতর ভেতর আমার একান্তে, যদি তুমি নিজে আসতে।


বিকাশ দাস
মুম্বাই
২৯/১১/২০১৫