তুমি  রোদ্দুর ছায়ায়  
তুমি  বৃষ্টির ফোঁটায়
সবার ভুলে সবার শূলে
পথের পথচারী
সব কুলে
আঙ্গুলে আঙ্গুল খুলে;
                    দু হাত ভরা আশীষে  
                    নবান্ন ধানের শীসে
                    দুনিয়ার ঘর বাজারে।


তুমি সহজে পড়তে পারা  দুচোখের কান্না
তুমি কষ্ট লাগার সাড়া ইচ্ছেজোড়া আয়না ।
তুমি
মাটির উর্বরতার ফালি রোজ জীবন যাপনের পাঁচালী।
তুমি
বিনাশসাধন  অন্ধকারের স্রোতে উত্সবী  দীপাবলী।
তুমি
অবশ শরীরের খাপে খাপে  শক্তির কসম তরবারি।
তুমি
স্বপ্নের স্বদেশ, মারিয়া রাম আর রহিমের বসতবাড়ি ।
ঈশ্বর খুদা যীশু একই প্রাঙ্গনে হৃদয়ের আলিঙ্গনে
লড়াই করে বাঁচার অধিকার এক ছাদের ছাতায় আনা।  

তুমি
দীনতার অসুস্হতার    বিছানায় তোমার দুচোখ নিত্য জেগে থাকা ।
তুমি
খিদের বিষাদলাগা মুখে সব মায়ের বুকের দুধের স্বাদ মেখে রাখা ।


তুমি
মন্দিরে মন্দিরে ভুখা পেটের নবান্নর দানাপানি
মসজিদে মসজিদে তেষ্টা মেটানো বর্ষার পানি
গীর্জায় গীর্জায় নিস্বার্থ ভালোবাসার দৈব  বাণী ।
                          তুমি দুয়ারে দুয়ারে     দাঁড়িয়ে
                          দুহাতে অন্নপূর্ণার বাটি ।
                          তুমি প্রহরজাগা দুচোখ জাগিয়ে  
                          দুহাতে বিপদমারা লাঠি ।


বিকাশ দাস
মুম্বাই
০১/০১/২০১৬
( আজ আমার স্ত্রী "সঞ্চিতার " জন্মদিন , একবিতা টি তাকে উপহার দিলাম )