দেবলীনা তুই এলি না
একলা আমার গোঠে
একলা আমার ঠোঁটে
আমার দু হাতের বেড়ি খুলে দিতে ।
    
দেবলীনা তুই এলি না
একলা আমার শরীরে
একলা আমার গভীরে
তোর কোল আদরে আমায় উলসে দিতে।


দেবলীনা তুই এলি না
যখন আমি শোবার ঘরে
সবার চোখ গোপন করে
শুষ্ক ঘাসের ভেতর দুব্বো খুঁজে নিতে ।

দেবলীনা তুই এলি না
যখন আমি সংকটের মোড়ে
পেটের তলা   খিদের ঘোরে
বাসি ভাতে উষ্ণ স্বাদ খুঁজে নিতে।


দেবলীনা তুই এলি না
বাঁজা গাছের কুঠার কঠিন দাগে
অল্পনীর  বৃষ্টি মেঘের অনুরাগে
নদী ঝিলের বুকে সাগর খুঁজে নিতে ।

দেবলীনা তুই এলি না
আমার বুকের নীরব টানে
চোখের জলে গোপন চানে
ভালোবাসা তোর স্বীকার করে নিতে।

দেবলীনা তুই এলি না
উনুন জ্বেলে হেঁসেল ঘরে
সংস্কারের দুহাত এককরে
রোজ নবান্নের উত্সব খুঁজে নিতে ।

দেবলীনা তুই এলি না
আমার অন্ধ বধির রাতে
ফুলের গন্ধে অস্থির ঘাতে
আমার ইচ্ছের ধর্ষণে দাগ খুঁজে নিতে।


বিকাশ দাস
মুম্বাই
১২/০২/২০১৬