কিছু ফুল
ভোরের আলো   আসার আগে   ঝরে যেতে চায় ।
কিছু ফুল
দেবতার দু পা  আগলে পড়ে    থেকে যেতে চায় ।
কিছু ফুল
দুহাতে অঞ্জলির গ্রহের ফেরে    থেকে যেতে চায় ।
কিছু ফুল
বরবধুঁর মিলনমালায় হৃদয়ঝাঁপি  ভরে নিতে চায় ।
কিছু ফুল
বিবাহবাসরে লজ্জার আঁচের জ্বালে  এক হতে চায় ।
কিছু ফুল
কনের নরম হাতের স্পর্শে  জীবন বুনে নিতে চায় ।
কিছু ফুল
শহীদের অমর শরীর ছুঁয়ে   সঙ্গে চলে যেতে চায় ।
কিছু ফুল
মরদেহে নিশ্চিন্তে শুয়ে   চিতার দহনে যেতে চায় ।
কিছু ফুল
নিঃশব্দে  গঙ্গা জলের    স্রোতে ভেসে যেতে চায় ।
কিছু ফুল
বেশ্যার খোঁপার গুমটিতে   রাত কেটে নিতে চায় ।


কিছু ফুল
মনুষ্যেত্বের পায়ের ধূলো কপাল ঠেকিয়ে পথে ঘাটে
পড়ে আজ জন্ম সফল করে নিতে চায়
হাসতে হাসতে ।


কিছু ফুল
ফুলদানিতে ঘরের মধ্যে ঘর বেঁধে বেঁচে থাকার ক্ষিধে
কবির কবিতার অঙ্কুরে জিরিয়ে নিতে চায়
আসতে আসতে ।



বিকাশ দাস
মুম্বাই
১৫/০৩/২০১৬