আমার দু হাত বাঁধা প্রার্থনার গভীরে
দুচোখ আঁকড়ে অন্ধকারের  ভিড়ে
উড়ছে নিস্তাপ ছাই তৃপ্তির লালসায়
ঠোঁটের খাদে মন্ত্র আগলে ।

রোজকার প্রার্থনার কোলে
প্রথানুযায়ী
যত টুকু দরকার মাথা তুলতেই
দেখি  
নেমেছে রূপান্তরি আকাশ মাটির ভিতে
ঘাসের উপর শিশির ঝলমলে প্রতিশ্রুতির রোদ্দুর
সূর্য্যের কপাট খুলে উষসী সকাল ঈশ্বরী দালান বাড়িতে  
উচ্ছিষ্ট বাসি ফুলের মধ্যে নতুন ফুলের গন্ধ কুড়িয়ে নিতে
ছড়িয়ে মদির ভ্রমণ বাতাস ভালোবাসার দিব্যি দিতে ।

বিকাশ দাস
মুম্বাই