দেখার ঝঞ্ঝাট দুঃখ কষ্ট অভিমান
হৃদয়ের ঝাঁকা উপড়ে একদিন ঠিক করলাম  
দুচোখ আমার বেচে দেবো ।


শুরু করলাম
রোজ সকাল সন্ধ্যে হাতড়ানো নিয়মিত বাজার
আকছার খুঁজতে লাগলাম যুৎসই    খরিদদার
খুঁজেও পেয়েছিলাম
কিন্তু দরাদরির বিপণির জোরে
চোখের সাথে তারা কিনতে চেয়েছিলো
আমার
অশ্রুর অনাবৃত উৎসনীর   নিষিদ্ধ নিশির উদ্ধত স্বপ্নের কিন্নরজ্বর
যেটা এখন অসম্পূর্ণ দুঃখবাঁধা শব্দহীন স্পন্দন সিঁড়িভাঙ্গা পাঁজর ।


দৃষ্টির দ্রষ্টায় সাক্ষ্য ঈশ্বর
জেনেশুনে কি করে পারি চাপিয়ে দিতে বা তুলে দিতে হাতে
বিক্রির হুন্ডির সাথে
আমার প্রতিশ্রুতি
আমার অমার্জিত কলঙ্ক
আমার নিজের একান্তে শরবিদ্ধ নিঃসঙ্গতা ।
হাজার হোক আমি তো মানুষ ।


বিকাশ দাস
মুম্বাই