সূর্যডোবা সন্ধ্যায় গরুরপাল
রাস্তা পার করে চলতে থাক
মনের ভেতর করতে রসাল
সেল ফি তুলে করবো অবাক।


যতই বলো ঘরণী
বাঁধতে হবে নিজের হাতে ঘর
যতই বলো রমণী
সিঁথি জুড়ে সিঁদুর পড়াবে বর।  
সকাল সন্ধ্যে ভাঙতে রাগ অভিমান
সেলফি-ক্লিকে ধরতে নিজ গুণগান।


সরিয়ে দুঃখ যত জীবন খাতায়
সেলফি ভালোবাসার কদর।
চোখের পাতায় ঠোঁটের পাতায়
ভরিয়ে সত্যি হাসির সদর।
    
চলতে চলতে কিসের এতো ভয়
সেলফির ক্লিকে জীবন করো জয়।
সেলফি মানে স্মৃতি…  
সেলফি মানে প্রীতি…  
সেলফি সেলফি নিত্য খেলার জীবন-দোলা
ভালোবেসে বেঁচে থাকি সবাই প্রকৃতি-খোলা