রোজ সকালে আমি যখন
বিছানায় মুখ গুঁজে
শুয়ে থাকি তবু মা
পায় না আমায় খুঁজে।


ছোট্টো পাখি রোজ সকালে
গান শোনাতে আসে
আমি তখন গানের দেশে
ভাসি নীলাকাশে।


পাখির  গলায় মিষ্টি সুর
মধুর সু- ভাষা
চেয়ে থাকে বিশ্বভুবন
আমার আলো আশা।


বইয়ের বোঝা নেই সেখানে
নেইতো দিদিমণি
হৃদয় জুড়ানো পাখির গান
বিভোর হয়ে শুনি।