অন্ধকারে দাঁড়িয়ে উলঙ্গ ছায়া
বারান্দায় খোকা বাঁশের খুঁটি আঁকড়ে


খোঁচা খাওয়া ঝাপসা চোখ
চিৎকারে ঝড় তোলে মনের গভীরে


ঠান্ডা রাত জমাট অন্ধকারে


কচি শিশুর লাথি বুকে নীরবে
প্রতিবাদের আওয়াজ তোলে
তবুও
আমি সব ঘুমন্ত শীতল।


পাথরে পাথরে ঘসে প্রথম আগুনের তাপ
ইতিহাসের পাতায় লুকিয়ে।


প্রতিবাদের অতীত কন্ঠ
ফেলে এসেছে কাগজের ঠোঙায় -