সহস্র  ধূসর  বর্ণ  বুকের ভিতর
সত্য সন্ধানী আকাশ দিগন্তে অক্ষর

ধুলো পথে হারানো দিন বৈশাখী স্পর্শ
গভীরে উষ্ণ মাটি অক্ষত শত বর্ষ

গড়ছে প্রকৃতি,  হর্ষে  ভাঙছে মানুষ
শ্রেষ্ঠজ্ঞান দাবি করে ওরায় ফানুস

শ্রাবণ চিঠিতে লেখা  বিবর্ণ শরীর
খাবি খাওয়া  অন্তরে একান্তে অস্থির

মিথ্যে হয়ে বেঁচে আছে  পুরোনো নজির
চেনা রাস্তাও  অচেনা নেই  পান্থ ভীড়

বাথানে  দাঁড়িয়ে বায়ু কেঁপে ওঠে বুক
সহজ কত সহজ জানে সৃষ্টি মুখ

চেনা গলি  ইচ্ছে মতো পথকে ঘোরায়
জানা  ছবি চেনা নয় নিজের পাড়ায়

স্তব্ধ কথাদের নিয়ে মশাল  জ্বালায়
কমলে কামিনী রূপে গিলে ওগলায়

উর্মির মাথায় নাচে মৌলিক ভাবনা
সওয়াল-জবাব যুদ্ধ ভালো লাগেনা ---