দেবতা বন্দি নয় মন্দিরে  মালা চন্দনে
জেনেও  জানে না মানুষ  মূর্তির ভগবান জানে

রীতি  আছে শ্রদ্ধা নেই  ভক্তি অজানা
বোঝে তবুও মানুষ সে কথা নিজে মানেনা

গভীরে দুর্বল চিত্ত প্রতিষ্ঠা পায়না হৃদয়ে
সনাতন মেষ  বৃত্তি বাঁচে পরাজয়ের ভয়ে

অভুক্ত বাবা -মা,বোন শয্যা  নিয়েছে দীর্ঘকাল
অন্ধকার হয়ে আছে ভোর তফাতে সকাল

শোনা কথা মূল‍্য হীন সময় তা জানে
লড়াই একমাত্র পথ খোলা মানুষের সামনে

ভ্রান্ত ধর্ম মিথ্যা আশা কলঙ্কিত ভালোবাসা
আপন্ন  সংসার বাঁচাতে করো বৃথা প্রত্যাশা

তুমি কি আদৌ জানো বেঁচে আছো কিনা
ভাবতে ভাবতে   ভাবতে পথে সময় হারিয়ো না।