ভাঙা নদীর গায়ে হাজারো সন্ধ্যা মালতী /জমাট অন্ধকারে ঝুড়ি ভর্তি আশা নিয়ে গোনে প্রহর /পলি পরা মাটির দেওয়ালে আলগা শিকর শোঁকে খনিজ গন্ধ /তীর ভাঙা ঢেউ সংখ্যা গড়ে /মৃত্যুর চেয়ে আরও কঠিন ভাবনা /ছিঁড়ে খায় আপন রক্তের ফসল।