বুকের মাঝে উঠুক তুফান ঢেউ /সন্ধ্যা নামুক রুপোলি জ্যোৎস্নাতে /সামনে এখন বলে নাকো কেউ /কলকাঠি সব নাড়ে পশ্চাতে /সকাল থেকে হাওয়া ঢোকে পেটে /নেশার ব্যাম একটু ফিকে হলে /শুধুই ভাবি এখুনি তো সব কিছুই জোটে/কসম খেয়ে ওদের পক্ষ নিলে /আমার কাছে একটা রাস্তা খোলা /বাকি সবই জমাট অন্ধকারে /খণ্ড কোষের গণ্ডগোলে তোলা/মৃত্যু আমার বাঁচার অহংকারে।