সময়  গড়িয়ে যাচ্ছে জলের মতন।
দিন এবং  রাত ও  ভালো মন্দ কথা শুনিয়ে দ্রুত পায়ে গুটিয়ে নিচ্ছে হাত
যারা চতুর অনেকের মতো নয় ঠিক সময়ে শব্দ করে ওঠে
আঙুল না তুলে হাত তুলে দেখায় ইশারা;
বহুতল বাড়ির ভিত খাড়া করে।
অথচ উল্টো দিকে দেখো, একদল মানুষ উচ্ছন্নে যাবে জেনেও এই ভয়ঙ্কর দিনে ভাত রুটি পৌঁছে দিচ্ছে  ঘরে  ঘরে ;কেউ হেঁটে কেউ সাইকেল।
এইসব দৃশ্য যখনই দেখি কেন জানিনা
আমি আমি মনে হয়।
ওদের দিকে তাকাও  
দ‍্যাখো অতিসাধারণ আটপৌরে পোষাকের ভেতর একটা ধবধবে সাদা মন নিয়ে  ঘুরছে  হৃদপিন্ডের খুব কাছে।
তোমরা জোনাকির মতো অন্ধকার ছেড়ে এসো।
জাগরণ নিয়ে বেরিয়ে এসো
এই কার্তিকের মাসে
আমাদের পাশে---