মানুষ মানুষ দ্যাখে দ্যাখে দূর থেকে /বাসে ট্রামে ট্রেনে জানলার ধারে সিট খোঁজে /মানুষ মানুষ দ্যাখে দূর থেকে /হাতের কাছে পায়ের কাছে মাথার কাছে চোখের কাছে নিজের কাছে মানুষ /অথচ না দেখে মানুষ মানুষ দ্যাখে দূর থেকে/কাছে পেয়েও দূরে দূরে রইলো মানুষই/গা বাঁচাতে মানুষ সৃষ্টি করে তফাত /দিন রাতে মানুষের দূরত্ব পাড়ি দেয় আলোক বর্ষে /মানুষের গায়ে গা পায়ে পা হাত হাতে /তবুও মানুষ মানুষের তফাতে।