আমার বাড়ির পুবের কোণে
কৃষ্ণচূড়ার মস্ত  ডালে
ভোরে দেখি নানান পাখি
জুটছে সবাই দলে দলে

গৃহবন্দী মানুষ দেখে
ভীষণ অবাক লক্ষ পাখি
ওদের মনে প্রশ্ন জাগে
রাগ করেছে মানুষ নাকি!

জানলা করে খট্ খট্
কানে আসে মধুর গান
বিভোর হয়ে শুনি আমি
পাখির মিষ্টি মধুর কলতান্

যেই খুলেছি জানলা দেখি
খুশি ওদের ঝরে পড়ে
কাছে পেলে আমায় নিয়ে
ইচ্ছে মতো আদর করে

আর পারেনা মানতে পাখি
অচেনা এই চলাফেরা
মানুষ ছাড়া মন্দ সবাই
মন যে সবার দুঃখে ভরা

তাইতো দেখি আকাশ পানে
মুখটি তুলে পাখির দল
গান গাইছে  ভোরাই সুরে
মানুষ পাক বাঁচার বল।